1. admin@bcsjourney.com : admin :
বিসিএস লিখিত পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে - bcs journey
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

বিসিএস লিখিত পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে

মোঃ ফজলে রাব্বি
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ Time View

স্বপ্নের বিসিএসের দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা। এ পরীক্ষায় ভালো করার জন্য কোন কোন বই পড়তে হবে, তা নিয়ে দুঃশ্চিন্তায় ভুগেন অনেকে। বিসিএস লিখিত পরীক্ষার বইয়ের তালিকা বা বুক লিস্টের ব্যাপারে অনুসন্ধান করেন অনেকের কাছে। বিসিএস লিখিত পরীক্ষায় সফলতার জন্য দরকারি বা প্রয়োজনীয় বইয়ের তালিকা খুঁজেন ক্যাডার বা অভিজ্ঞদের কাছে। বিসিএস লিখিত পরীক্ষার জন্য কোন প্রকাশনীর গাইড ভালো হবে, কোন রেফারেন্স বই প্রস্তুতিকে আরো শানিত করবে, তা বুঝতে পারেন না অনেকে। এসব দুঃশ্চিন্তা দূর করতেই বিসিএস প্রতাশীদের উপকারার্থে আমরা বিসিএস ক্যাডারদের সাথে পরামর্শ করে বিসিএস লিখিত পরীক্ষার পূর্নাঙ্গ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা বা বুকলিস্ট এখানে তুলে ধরেছি। এই বইগুলো ফলো করলে আর কোনকিছু পড়তে হবে না আপনার।

 

বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক বইয়ের তালিকা:

 

বিসিএস লিখিত পরীক্ষার বাংলা ভাষা ও সাহিত্যের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা:

 

১. বাংলা এসিউরেন্স লিখিত গাইড: ব্যাকরণ এর সব টপিক, ভাব সম্প্রসারণ, সারাংশ, রচনা, পত্র এইসব টপিকের জন্য।

২. শীকর বাংলা লিখিত বই: সাহিত্য অংশের জন্য।

৩. শীকর গ্রন্থ সমালোচনা: গ্রন্থ সমালোচনা এর জন্য।

 

বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি (English) বিষয়ের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা:

 

১. Assurance গাইড: grammar, letter, Essay অংশ চর্চার জন্য।

২. Vocabulary চর্চার জন্য প্রিলিতে যে বই পড়েছেন সেটাই ঝালাই করবেন। (সাইফুর’স ভোকাবুলারি বা Word smart বা Barrons GRE) 

৩. Translation: জব ট্রান্সলেটর বা প্রিসেপটর্স ট্রান্সলেটর দেখতে পারেন।

 

(আমি প্রিসেপটর্স ট্রান্সলেটর আর এসিউরেন্স গাইড পড়েছিলাম।)

 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে, তা এখানে দেখুন

 

বিসিএস লিখিত পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলির প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা:

১. Assurance বাংলাদেশ বিষয়াবলী (Complete একটা বই)

২. আরিফ হোসেন এর সংবিধান

৩. অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ (ডাটা ও সরকারের পদক্ষেপ গুলো জানার জন্য)।

৪. Confidence এর “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বইটি পড়তে পারেন।

 

(সবচেয়ে ভালো হবে Hasan zahid ভাইয়ের লেখা Monthly Editorial News পড়া। উনার সংবিধান এবং মুক্তিযুদ্ধের ওপর লেখা বইও আছে। খুবই ভালো।)

 

বিসিএস লিখিত পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা:

 

১. Assurance আন্তর্জাতিক বিষয়াবলী

    (আসলে আন্তর্জাতিক বিষয়টা লিখিত পরীক্ষার এক মাস  আগে যে Assurance Digest বের হয় সেখান থেকে পড়লেই যথেষ্ট)

২. নাঈম হোসেন ভাইয়ের রিটেন বেসিক ভিউ বই থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ  রিসেন্ট টপিক আর প্রবলেম সলভিং।

৩. মেন্স ম্যানিয়া এই বইটা পড়বেন। লিখার কোয়ালিটি বেস্ট মনে হয়েছে আমার কাছে।

 

(লিখিত পরীক্ষার আগে আগে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক টপিক এর উপর ইন্টারনেট থেকে জেনে নিবেন এবং কিছু ম্যাপ আকা চর্চা করবেন।)

 

বিসিএস লিখিত পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা:

 

১.নবম-দশম শ্রেণির নতুন বিজ্ঞান বই 

২. এসিউরেন্স বিজ্ঞান ও প্রযুক্তি: আগের বিসিএসে আসা বিজ্ঞান ও কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রশ্নগুলো এবং ইলেকট্রনিকস অংশ চর্চার জন্য

৩. Easy Computer: সিলেবাস ধরে ধরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের জন্য।

৪. সাইন্স আওয়ার টা পড়তে পারেন। আমি শেষে এসে শুধু এটাই পড়েছিলাম।

 

নেত্রকোনার বিরিশিরি ভ্রমণ গাইড, ট্যুর প্ল্যান, যাতায়াত, হোটেল, দর্শনীয় স্থান, খরচ এর বিস্তারিত দেখুন এখানে

 

বিসিএস লিখিত পরীক্ষার গণিত বিষয়ের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা:

 

১.  নবম-দশম শ্রেণির সাধারণ গণিত সিলেবাস ধরে করার জন্য।

২. নবম-দশম শ্রেনির উচ্চতর গণিত সিলেবাস ধরে করার জন্য।

৩. খাইরুলস ম্যাথ: সিলেবাসের পাটিগণিত এর তিনটা অধ্যায়, বিন্যাস সমাবেশ, সরলরেখা, সম্ভাবনা চর্চার জন্য।

৪. ককটেল ম্যাথ বইটা পড়তে পারেন। অনেক ভালো বই। গোছানো একটা বই।

 

বিসিএস লিখিত পরীক্ষার মানসিক দক্ষতা বিষয়ের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা:

 

১. প্রিলিতে যে বই পড়েছেন / খাইরুল এর বই

২. বেসিক রুলস এর জন্য: কনফিডেন্স এর সংক্ষিপ্ত মানসিক দক্ষতা।

 

এছাড়া, বাংলা রচনা, English Essay, বাংলাদেশ, আন্তর্জাতিক অংশের ডাটা, কোটেশন এর জন্য ইন্টারনেট,  সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকার আন্তর্জাতিক, সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পাতা এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা (জুলাই এ বের হয় ইউজুয়ালি) এর সাহায্য নিন।

 

বাংলা রচনা ও English essay এর জন্য Unique Publications এর “লিখিত বাংলা রচনা ও English essay” বইটা ভালো। প্রচুর ডাটা ও কোটেশন দেওয়া আছে, যেগুলো সব বিষয়েই কাজে লাগানো যাবে এবং ভালো মার্কস পেতে সহায়ক হবে।

 

আশা করি এই বইগুলো সিলেবাস ধরে ধরে পড়তে পারলে লিখিত পরীক্ষায় খুব ভালো মার্কস পাওয়া সম্ভব। আর কোন বই পড়ার প্রয়োজন নেই। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আমার জন্যও সবাই দোয়া করবেন।

 

লিখেছেন:

মোঃ ফজলে রাব্বি

সহকারী কমিশনার, কাস্টমস এন্ড এক্সাইজ

৪১ তম বিসিএস, মেধাক্রমঃ ১১

 

বিসিএস পরীক্ষার বই তালিকা, বিসিএস লিখিত পরীক্ষার জন্য দরকারি বইয়ের তালিকা, বিসিএস লিখিত বই pdf, বিসিএসের জন্য প্রয়োজনীয় বই, বিসিএস গাইড বই, বিসিএস লিখিত বইয়ের তালিকা, ৪৬ তম বিসিএসের জন্য যেসকল বই পড়তেই হবে, বিসিএস প্রস্তুতির বইসমূহ, বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির বই তালিকা, বিসিএস লিখিত বুকলিস্ট বা বইয়ের তালিকা, 46th BCS written Book list, Book list for BCS Written Preparation, Best BCS Written Preparation book list, ৪৬ তম বিসিএস লিখিত বইয়ের তালিকা, বিসিএসের জন্য কোন বই পড়বেন,  বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার জন্য যে বই দরকার, বিসিএস রেফারেন্স বই, বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ বুক লিস্ট, BCS Written Preparation book list, বিসিএস বুক লিস্ট, বিসিএস এর প্রস্তুতির জন্য কোন প্রকাশনীর বই পড়তে হবে, বিসিএস লিখিত পরীক্ষার জন্য যেসব বই পড়বেন, বিসিএস বই সিলেবাস, বিসিএস বই, বিসিএস বই তালিকা, বিসিএস বই ডাউনলোড pdf, বিসিএস বইয়ের দাম, বিসিএস লিখিত বইয়ের তালিকা, বিসিএস লিখিত বই, বিসিএস লিখিত বই তালিকা, বিসিএস বুক লিস্ট, বিসিএস বুক পিডিএফ, bcs exam, bcs written, bcs prostuti, বিসিএস লিখিত বুক লিস্ট, বিসিএস লিখিত বুক লিস্ট, বিসিএস প্রস্তুতি, বিসিএস লিখিত বই, বিসিএসের জন্য কোন বই পড়ব, লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় দরকারি বই, কোন প্রকাশনীর বই পড়ব, বিসিএস ক্যাডার হওয়ার জন্য বই, বিসিএসের জন্য যেসব বই পড়তেই হবে, যেসব বই কিনতেই হবে, bcs, bcs book pdf, bcs study book, বিসিএস পরীক্ষা, বিসিএস প্রস্তুতি বই বিসিএস লিখিত পরীক্ষা বই বিসিএস লিখিত পরীক্ষা বই

 

This Bangla article is about List of books required for BCS Written exam preparation and instruction about books.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 BCS Journey
About Us |Privacy Policy | Sitemap  |Contact us  |DMCA / Copyrights Disclaimer  |Terms & Conditions  
Theme Customized BY WooHostBD