1. admin@bcsjourney.com : admin :
ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে - bcs journey
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩৮ Time View

বর্তমান তরুণদের কাছে ব্যাংকের চাকরি খুবই পছন্দের। পছন্দের এ চাকরি পাওয়ার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে প্রথম ধাপ হচ্ছে ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় ভালো করার জন্য কোন কোন বই পড়তে হবে, তা নিয়ে দুঃশ্চিন্তায় ভুগেন অনেকে। ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার বইয়ের তালিকা বা বুক লিস্টের ব্যাপারে অনুসন্ধান করেন অনেকের কাছে। ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষায় সফলতার জন্য দরকারি বা প্রয়োজনীয় বইয়ের তালিকা খুঁজেন ব্যাংকার বা অভিজ্ঞদের কাছে। ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য কোন প্রকাশনীর গাইড ভালো হবে, কোন রেফারেন্স বই প্রস্তুতিকে আরো শানিত করবে, তা বুঝতে পারেন না অনেকে। এসব দুঃশ্চিন্তা দূর করতেই ব্যাংকের চাকরি প্রতাশীদের উপকারার্থে আমরা ব্যাংকারদের সাথে পরামর্শ করে ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার পূর্নাঙ্গ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা বা বুকলিস্ট এখানে তুলে ধরেছি। এই বইগুলো ফলো করলে আর কোনকিছু পড়তে হবে না আপনার।

 

ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক বইয়ের তালিকা:

 

বই সিলেকশন নিয়ে অনেকে গুরুগম্ভীর কথা বললেও ব্যাংকের জন্য বই সিলেকশন তেমন ইম্পর্টেন্ট কিছু না। আপনার যদি বিসিএস বা গতানুগতিক চাকরির প্রস্তুতি মোটামুটি নেয়া থাকে তাহলে BIBM-এর নেওয়া ব্যাংকের প্রিলি পার হওয়া ব্যাপার না।

 

আর একদম স্বল্প প্রস্তুতি নিয়েও প্রিলি টিকার কিছু টেকনিক আছে, তা নিয়ে পরবর্তী পর্বে বলবো।

 

বই সিলেকশনের আগে আপনাকে প্রথমে দুইটা নিয়ম ভালো করে মানতে হবে:

 

১। বারবার নতুন বই কেনার অভ্যাস বাদ দিতে হবে

২। একই সাবজেক্টের একাধিক বই থাকা যাবে না। একান্তই যদি থাকে, বাকী সব বইয়ের তথ্য একটাতে এনে ওই একটা বই-ই বারবার পড়তে হবে।

 

ব্যাংক বা বিসিএস, সকল প্রিলির মূলমন্ত্র হচ্ছে আপনি কত ‘বেশি’ পড়ছেন সেটা নয়, বরং কত ‘বার’ পড়ছেন সেটা। যতই আপনার স্মৃতিশক্তি তুখোড় হোক না কেনো, কয়েকদিন পরপর রিভাইস না দিলে পরীক্ষায় অপশন নিয়ে দ্বিধায় পড়বেনই।

 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে

 

তাও বই এর তালিকা না পেলে যারা রাগ করবেন, তাদের জন্য একটা ছোট্ট তালিকা দিলাম:

 

১। প্রথমে বিগত বছরের প্রশ্নের যেকোনো একটা বই। EMINENT BIBM Bank Job Solution বইটা ভালো। প্রিলি এবং রিটেন দুটোই আছে এতে।

 

২। বাংলা সাহিত্য: যেকোনো বই যেটা আগে আপনি পড়েছেন। যেমন- ‘অগ্রদূত বাংলা’ কিংবা ‘অভিযাত্রী’। সাহিত্য থেকে কী কী টপিক পড়তে হবে তা ৪র্থ পর্বে পাবেন।

 

৩। বাংলা ব্যাকরণ: ব্যাকরণে ভোকাবুলারি টাইপ প্রশ্ন বেশি থাকে। তাই ‘ATM- এক টানা মুখস্থ’ বইটা পড়তে পারেন। এ বই থেকে বিগত বছরের সব চাকরির প্রশ্ন পড়লেই চলবে।

 

৪। ইংরেজি প্রশ্নের প্যাটার্ন প্রচুর চেঞ্জ হয়। ইংরেজির ২৫ টা প্রশ্নের মধ্যে ভোকাব্যুলারি রিলেটেড ১৫ টা আর গ্রামার রিলেটেড ১০ টার মতো আসে(আনুমানিক)। গ্রামারের জন্য ‘Clifs TOEFL’ ভালো, এটার বাংলা ভার্সনটা পড়তে পারেন যদি ইংরেজিটা বুঝতে কষ্ট হয়। আর আগে যদি ‘Master’ পড়ে থাকেন ওটাই পড়েন বারবার।

 

নেত্রকোনার বিরিশিরি ভ্রমণ গাইড, ট্যুর প্ল্যান, যাতায়াত, হোটেল, দর্শনীয় স্থান, খরচ এর বিস্তারিত দেখুন এখানে

 

৫। ইংরেজির ভোক্যাবুলারি অংশের জন্য ব্যাংকে আসা বিগত সব ভোক্যাবুলারি পড়ে ফেলতে হবে। এজন্য রিসেন্ট পাবলিকেশনের Bank Vocabulary-র কথা সবাই বলে, কিন্তু এটা আমার পছন্দ না। যদিও ব্যাংকে আসা এ পর্যন্ত সব ভোক্যাবুলারিই ওটাতে আছে, কিন্তু সাজানো-গুছানো না। বরং 1+ Publication এর ভোকাব্যুলারির বইটা পড়তে পারেন।

 

৬। Math: প্রথমে বিগত বছরের ব্যাংকের প্রশ্ন সমাধান করতে হবে; যতক্ষণ পর্যন্ত বিরক্তি না আসে করতেই থাকবেন। বই হিসেবে Khairul’s Bank Math-ই যথেষ্ট। আগারওয়্যাল দরকার নাই। কিনে থাকলে বেঁচে দেন, আর ভাব নিতে চাইলে টেবিলে সাজাইয়া রাইখা দেন (তবে দীর্ঘমেয়াদী ম্যাথের ভালো প্রস্তুতি নিতে চাইলে আগারওয়্যাল একটা ভালো অপশন)।

 

ম্যাথে বস না হইলে এখন হতে যাইয়েন না। প্রিলির ২০ টার মধ্যে প্রায় ১০ টা বিগত প্রশ্ন থেকেই কমন পড়ে। আর কেউ ব্যাংকের ১০০ এমসিকিউ-এর ১ ঘণ্টার পরীক্ষায় ম্যাথে ২০ এর মধ্যে ১৮-১৯ পাইতে চাইলে আমারে নক দিয়েন। তার সাথে পার্সোনাল কিছু বোঝাপড়া বাকি আছে আমার।

 

৭। GK: কারেন্ট অ্যাফেয়ার্স, আর PUZZLE-এর জিকে শিট আর সমসাময়িক টপিক। আপনি যদি আগে অন্য চাকরি বা বিসিএসের জন্য জিকে ভালো করে পড়েন তাহলে সেগুলো বাদ দিবেন না, তবে ব্যাংকে অল্প কিছু টপিক থেকে সাধারণত প্রশ্ন আসে।

 

৮। ICT: শুধুমাত্র ব্যাংকে আসা প্রিভিয়াস প্রশ্ন। ১০ টা থেকে ৭-টাই পাবেন। ভালো করে পড়তে চাইলে ‘Self Suggestion’ বা ‘ICT View’ বা অন্য যেকোনো বই।

 

শুরুতেই বলেছি, যারা গতানুগতিক চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের ব্যাংকের জব সল্যুশন ছাড়া নতুন বই-এর আসলে দরকার নেই। একটু ঘাঁটাঘাঁটি করলেই ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন বুঝে যাবেন, সে অনুযায়ী ঐসব বই থেকেই প্রিপারেশন নেন।

 

বই বেশি কেনা মানে বেশি প্রস্তুতি নয়। বরং একই বিষয়ে একাধিক বই থাকলে- কোনটা রেখে কোনটা পড়বো সে বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা বেশি। তাই প্রতিটি বিষয়ে বোর্ড বইয়ের পাশাপাশি যেকোন প্রকাশনীর একটি বই কিনে প্রস্তুতি শুরু করুন। এই বইগুলো ফলো করলে আপনার ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি ১০০% সম্পন্ন হবে ইনশাআল্লাহ ।

 

ব্যাংক পরীক্ষার বই তালিকা, ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য দরকারি বইয়ের তালিকা, ব্যাংক প্রিলিমিনারি বই pdf, ব্যাংকের জন্য প্রয়োজনীয় বই, ব্যাংক গাইড বই, ব্যাংক প্রিলি বইয়ের তালিকা, ব্যাংকের জন্য যেসকল বই পড়তেই হবে, ব্যাংক প্রস্তুতির বইসমূহ, ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বই তালিকা, ব্যাংক প্রিলিমিনরি বুকলিস্ট বা বইরের তালিকা, Bank preliminary Booklist, Book list for Bank Preliminary Preparation, Best Bank Preliminary Preparation book list, ব্যাংক প্রিলিমিনারি বইয়ের তালিকা, ব্যাংকের জন্য কোন বই পড়বেন,  ব্যাংক প্রিলিমিনারিতে ভালো করার জন্য যে বই দরকার, ব্যাংক রেফারেন্স বই, ব্যাংক প্রিলিমিনারির পূর্ণাঙ্গ বুক লিস্ট, Bank Preliminary Preparation book list, ব্যাংক বুক লিস্ট, ব্যাংক এর প্রস্তুতির জন্য কোন প্রকাশনীর বই পড়তে হবে, ব্যাংক প্রিলির জন্য যেসব বই পড়বেন, ব্যাংক বই সিলেবাস, ব্যাংক বই, ব্যাংক বই তালিকা, ব্যাংক বই ডাউনলোড pdf, ব্যাংক বইয়ের দাম, ব্যাংক প্রিলি বইয়ের তালিকা, ব্যাংক প্রিলিমিনারি বই, ব্যাংক প্রিলিমিনারি বই তালিকা, ব্যাংক বুক লিস্ট, ব্যাংক বুক পিডিএফ, bank exam, bank preliminary, bank prostuti, ব্যাংক প্রিলি বুক লিস্ট, ব্যাংক প্রিলিমিনারি বুক লিস্ট, ব্যাংক প্রস্তুতি, ব্যাংক প্রিলিমিনারি বই, ব্যাংকের জন্য কোন বই পড়ব, প্রিলির জন্য প্রয়োজনীয় দরকারি বই, কোন প্রকাশনীর বই পড়ব, ব্যাংকার হওয়ার জন্য বই, ব্যাংকের জন্য যেসব বই পড়তেই হবে, যেসব বই কিনতেই হবে, bank, bank book pdf, bank study book, ব্যাংক পরীক্ষা, ব্যাংক প্রস্তুতি বই

 

This Bangla article is about List of books required for Bank job Preliminary exam preparation and instruction about books.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 BCS Journey
About Us |Privacy Policy | Sitemap  |Contact us  |DMCA / Copyrights Disclaimer  |Terms & Conditions  
Theme Customized BY WooHostBD