বিসিএসের পরেই ৯ম গ্রেডের সবচেয়ে আকর্ষণীয় চাকরি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদ। এ চাকরির যেমন রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা, তেমি রয়েছে সামাজিক মর্যাদা। সঙ্গত কারণেই বাংলাদেশ ব্যাংকের এডির চাকরি এখন তরুণদের পছন্দের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে – প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা। এর মধ্যে প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল পরবর্তী ধাপে যাওয়া সম্ভব। সদ্য স্নাতক কিংবা নতুন চাকরিপ্রত্যাশীরা বুঝতে পারেন না, কীভাবে বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত। অল্প সময়ে সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির কৌশল নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা জানবো, একদম শূন্য থেকে কীভাবে বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হয়, কোন কোন বিষয়কে বেশি গুরুত্ব দিতে হয়, কোন সাবজেক্ট কীভাবে গুছিয়ে পড়তে হয় সবকিছু। সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য কোন বিষয় কোন কৌশলে পড়তে হবে, প্রতিদিন কতক্ষণ পড়তে হবে, প্রতিদিনের পড়ার কৌশল, রুটিন, বইয়ের পাশাপাশি আর কী কী পড়তে হবে, সবই পাবেন এই আলোচনায়।
সামনের মাসেই আসতেছে বাংলাদেশ ব্যাংক এডির ১৫০+ পোস্টের নতুন সার্কুলার। প্রিলির প্রিপারেশন কীভাবে নিবেন তা জেনে নিন:
সহকারী পরিচালক পদে প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। পরীক্ষা গ্রহণ করে BIBM (Bangladesh Institute of Bank Management).
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার মানবণ্টন :
বাংলা – ২৫
ইংরেজি – ২৫
গণিত – ২০
সাধারণ জ্ঞান – ২০
আইসিটি – ১০
প্রথমেই বিগত পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়বেন। বিসিএস পরীক্ষার বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশটির জন্য প্রস্তুতি নেওয়া থাকলে ব্যাংকের জন্য আলাদাভাবে এ বিষয়ে প্রস্ততি নেয়ার খুব বেশি প্রয়োজন হয় না। ব্যাকরণের জন্য নবম–দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই পড়তে হবে। বাংলা সাহিত্যের পরিধি অনেক বড়। এ ক্ষেত্রে বাংলা সাহিত্যের ক্রমবিকাশ, বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের সৃষ্টি, সমকালীন সাহিত্য, আঞ্চলিক সাহিত্য, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য ইত্যাদি নিয়ে বিস্তারিত পড়াশোনা করবেন। আপনার যদি বাংলা ভাষা ও সাহিত্যে ভালো দখল থাকে, তাহলে আপনি খুব সহজেই ২৫টি প্রশ্নের উত্তর করতে পারবেন।
ব্যাকরণ :
ভাষা, বর্ণ, শব্দ, বাক্য, লিঙ্গান্তর, সন্ধিবিচ্ছেদ, বচন, বানান ও বাক্য শুদ্ধকরণ, সমাস, কারক ও বিভক্তি, পদ, প্রকৃতি-প্রত্যয়, বাগ্ধারা, এককথায় প্রকাশ, উপসর্গ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে।
বাংলা সাহিত্য:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মীর মশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রাহমান, বেগম রোকেয়া, সুফিয়া কামালের সাহিত্যকর্ম, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যকর্ম এবং সাম্প্রতিক সময়ে আলোচিত ও পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্মগুলো পড়লে প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করা সম্ভব।
ব্যাংক প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে, বিস্তারিত দেখুন এখানে
প্রথমে বিগত প্রশ্ন সমাধান করবেন। বাংলাদেশ ব্যাংকের প্রিলি পরীক্ষায় ইংরেজী অংশে ভালো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইংরেজী গ্রামার অংশ:
parts of speech, number, gender, voice, narration, right forms of verb, subject verb agreement, pin point error, sentence correction, appropriate preposition, conditionals টপিকগুলো থেকে নিয়মিত প্রশ্ন হয়। পাশাপাশি vocabulary, synonym & antonym, analogy, idioms, one word substitution ইত্যাদি টপিক থেকে প্রশ্নের একটি বড় অংশ থাকে। Vocabulary related অংশে ভালো করতে পারলে তা বাড়তি সুবিধা যোগ করবে।
গ্রামার অংশের জন্য Master English বইটি বেশ ভালো।vocabulary অংশের জন্য magoosh এর high frequency and basic ওয়ার্ড লিস্ট পড়া যেতে পারে। তাছাড়া IBA MBA এর প্রশ্ন ব্যাংক সলভ করলে ভোকাবুলারি অংশে শক্ত প্রস্তুতির জন্য সহায়ক হবে। প্রতিদিন ইংরেজি পত্রিকা থেকে অন্তত একটি সম্পাদকীয় অনুবাদ করবেন এবং প্রয়োজনীয় শব্দগুলো নোট করে রাখবেন।
বিগত প্রশ্ন অবশ্যই সমাধান করবেন। Number, percentage, profit-loss, simple and compound interest, unitary method, Ratio, age, distance-time-velocity, equation, average, algebric formula, general geometry, triangle, circle, area এই টপিকসগুলো গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে।
সাধারণ জ্ঞানের নির্দিষ্ট সিলেবাস নেই। যেকোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। বাংলাদেশ ব্যাংকসহ যেকোনো ব্যাংকের চাকরির নিয়োগ পরীক্ষায় সাম্প্রতিক অংশ থেকে প্রশ্ন বেশি আসে। সে জন্য নিয়মিত পত্রিকা পড়া ও খবর দেখার অভ্যাস থাকতে হবে। ব্যাংকিং সম্পর্কিত টার্ম ও অর্থনৈতিক বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকলে এই অংশে ভালো করা সম্ভব।
প্রথমেই বিগত প্রশ্নগুলো পড়বেন। এই অংশের প্রস্তুতির জন্য আলাল’স কম্পিউটার /সেলফ সাজেশন কম্পিউটার বইটি দেখতে পারেন।
লিখেছেন:
মো: সাইফুল ইসলাম
কোর্ট ইন্সপেক্টর
দুর্নীতি দমন কমিশন
𝐁𝐁 𝐀𝐃 𝐏𝐫𝐞𝐥𝐢 𝐏𝐫𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐢𝐨𝐧, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক এডি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক এডি প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি, টিপস, সাজেশন, কৌশল, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলি প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি প্রিপারেশন, বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি কৌশল, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলি পাশ করার উপায়, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি প্রস্তুতি কৌশল, বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নতুন, বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি শুরু, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কৌশল, শূন্য থেকে বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পড়ার সময়, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পড়ার রুটিন, bangladesh bank ad preliminary exam preparation, bangladesh bank ad preliminary exam tips, bangladesh bank ad preliminary exam suggestions, bangladesh bank, bangladesh bank exam, bangladesh bank ad preliminary exam, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন, ৩, ৬ মাসে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলি প্রস্তুতি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি টিপস, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার বিস্তারিত, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি টেকনিক, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (এডি) পদের প্রিলি পাশের সহজ উপায়
This Bangla article is about Bangladesh Bank Assistant Director (AD) preliminary exam preparation, suggestions and tips.