1. admin@bcsjourney.com : admin :
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন যেভাবে - bcs journey
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন যেভাবে

মো: হাশেম আলী
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

স্বপ্নের বিসিএসের প্রথম ধাপ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল পরবর্তী ধাপে যাওয়া সম্ভব। সদ্য স্নাতক কিংবা নতুন চাকরিপ্রত্যাশীরা বুঝতে পারেন না, কীভাবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত। অল্প সময়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির কৌশল নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা জানবো, একদম শূন্য থেকে কীভাবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হয়, কোন কোন বিষয়কে বেশি গুরুত্ব দিতে হয়, কোন সাবজেক্ট কীভাবে গুছিয়ে পড়তে হয় সবকিছু। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য কোন বিষয় কোন কৌশলে  পড়তে হবে, প্রতিদিন কতক্ষণ পড়তে হবে, প্রতিদিনের পড়ার কৌশল, রুটিন, বইয়ের পাশাপাশি আর কী কী পড়তে হবে, সবই পাবেন এই আলোচনায়।

.

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন যেভাবে:

 

আমরা প্রিলিমিনারী প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবো সেই বিষয়গুলোতে যেখান থেকে সবচেয়ে বেশি নম্বর পরীক্ষায় থাকে অথবা যেখান থেকে বেশি নম্বর পাওয়া যায়।

 

সব থেকে বেশি নম্বর থাকে সাধারণত-

🔷 বাংলা (৩৫ নম্বর)

🔷 গণিত ও মানসিক দক্ষতা (৩০ নম্বর)

🔷 ইংরেজি (৩৫ নম্বর)

🔷 বাংলাদেশ বিষয়াবলি (৩০ নম্বর)

🔷 আইসিটি (১৫ নম্বর)

 

তাই পড়ার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিবো।

 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেসব বই পড়তেই হবে, বিস্তারিত দেখুন এখানে

 

এখন আসি প্রতিদিনের পড়ার কৌশল কেমন হওয়া উচিত-

 

⏩ প্রতিদিন বাংলা দ্বিতীয় পত্র একটা টপিক (যেমন – ধ্বনি পরিবর্তন), ইংরেজি দ্বিতীয় পত্র একটা টপিক (যেমন – Number), গণিত একটা অধ্যায় (যেমন শতকরা) পড়া/প্র্যাক্টিস করা উচিত। এর সাথে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাংলা এবং ইংরেজি সাহিত্যের ৫ টা করে সাহিত্যিকের সৃষ্টিকর্ম দেখা উচিত। বড় ধরনের সাহিত্যিক হলে একটা দেখাই যথেষ্ট( যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়র ইত্যাদি)। মানসিক দক্ষতার ক্ষেত্রে পরীক্ষার ১ মাস আগে বিগত বছরের প্রিলিমিনারি ও লিখিততে আসা প্রশ্নগুলো দেখলেই যথেষ্ট।

 

এখানেই বিসিএস এর ২০০ নম্বরের ১০০ নাম্বার কভার হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে এই পড়া গুলো প্রতিদিন কতক্ষণ পড়বো? ততক্ষণই পড়বেন যতক্ষণ আপনার একটা টপিক শেষ হতে লাগে।

 

⏩ প্রতিদিন এগুলো পড়ার পর বাকি সময় বাংলাদেশ এবং আইসিটি পড়বেন। এভাবে বাংলাদেশ এবং আইসিটি বইটা কয়েক বার পড়ে শেষ করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে কয়টা সাবজেক্টের নাম বললাম এগুলো কতবার পড়বো? আসলে বিসিএস বা চাকরির পরীক্ষা এমন একটা ক্ষেত্র যেখানে আপনি যত পড়বেন তত ভালো আউটপুট দিতে পারবেন। হলে থাকার সময় হলের এক বিসিএস ক্যাডার বড় ভাইয়ের কাছে শুনেছিলাম, উনি নাকি এই সাবজেক্ট গুলো ২০ থেকে ২২ বার পড়েছিলেন (গণিত বাদে)।

 

নেত্রকোনার ডিঙ্গাপোতা হাওর ভ্রমণ গাইড, ট্যুর প্ল্যান, যাতায়াত, হোটেল, দর্শনীয় স্থান, খরচ এর বিস্তারিত দেখুন এখানে

 

⏩বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে কোন পড়া মনোযোগ দিয়ে ১ বার পড়ার থেকে বার বার পড়লে বেশি মনে থাকে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রিপারেশনের শুরুটা একটু বেশি ভালো হওয়া উচিত। তাহলে পরবর্তীতে আপনি এই বইগুলো ২/১ বার পড়লেই বিসিএস সহ যে কোন প্রিলিতে টিকবেন।

 

এগুলো বাদে বাকি সাবজেক্ট থাকে আন্তর্জাতিক, বিজ্ঞান, ভূগোল এবং নৈতিকতা।

 

বাংলাদেশ পড়ার সময় ভূগোল বইয়ে বাংলাদেশ সম্পর্কিত যে টপিকটা আছে সেটাও পড়ে নিবেন।

 

আন্তর্জাতিক বিযয়াবলি পরীক্ষার দুই থেকে তিন মাস আগে পড়া শুরু করলেই হবে। আন্তর্জাতিক মোটামুটি পাঁচ থেকে ছয় বার রিডিং পড়লে এবং সম-সাময়িক ইস্যু সম্বন্ধে একটু ধারণা রাখলেই হবে। আন্তর্জাতিক পড়ার সময় ভূগোলের আন্তর্জাতিক সম্পর্কিত অংশগুলো একটু পড়ে নিবেন (আন্তর্জাতিকে ১২-১৫ নাম্বার স্ট্যান্ডার্ড নম্বর বলে আমি মনে করি)

 

বিজ্ঞানের বিগত বছরের সকল চাকরির প্রশ্ন ৪ থেকে ৫ বার রিডিং পড়লেই হবে। সময় পেলে ১/২ বার কিছু কিছু টপিক যেখান থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে সেগুলো রিডিং পড়তে পারেন।

 

বিসিএস লিখিত পরীক্ষার জন্য যেসব বই পড়তে হবে, তার বিস্তারিত দেখুন এখানে

 

⏩ বিসিএস পরীক্ষার ১৫ থেকে ২০ দিন আগে নৈতিকতার বিগত  বিসিএসে আসা  প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়লেই এখান থেকে ৬/৭ নাম্বার কমন পাবেন ইনশাআল্লাহ।

 

মনে রাখবেন নিয়মিত চর্চা এবং অক্লান্ত পরিশ্রমই পারে আপনাকে আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে। সকলের জন্য শুভকামনা।

 

লিখেছেন:

মো: হাশেম আলী

৪১তম বিসিএস নন-ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)

৪৩তম বিসিএস কৃষি ক্যাডার(সুপারিশপ্রাপ্ত)

 

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি, বিসিএস প্রস্তুতি, বিসিএস প্রিলি প্রস্তুতি, বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন, বিসিএস প্রস্তুতি কৌশল, বিসিএস প্রিলি পাশ করার উপায়, বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কৌশল, বিসিএস প্রস্তুতি নতুন, বিসিএস প্রস্তুতি শুরু, বিসিএস,  বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কৌশল, শূন্য থেকে বিসিএস প্রস্তুতি, বিসিএস প্রিলি গুরুত্বপূর্ণ বিষয়, বিসিএস প্রিলিমিনারি পড়ার সময়, বিসিএস প্রিলিমিনারি পড়ার রুটিন, bcs preliminary exam preparation, bcs preliminary exam tips, bcs preliminary exam suggestions, bcs, bcs exam, 47th bcs preliminary exam, ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস প্রিলি, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি যেভাবে শুরু করবেন, ৩, ৬ মাসে বিসিএস প্রিলি প্রস্তুতি, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি টিপস, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিস্তারিত, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি টেকনিক, ৪৭ তম বিসিএস প্রিলি,  বিসিএস প্রিলি পাশের সহজ উপায়

 

This bangla article is about preparation, tips, suggestions and strategy for BCS preliminary exam in Bangladesh.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 BCS Journey
About Us |Privacy Policy | Sitemap  |Contact us  |DMCA / Copyrights Disclaimer  |Terms & Conditions  
Theme Customized BY WooHostBD